পথটা স্বপ্নহীন তবুও
হেটে চলি সেই পথে
স্বপ্নকে ছুয়ে দেখবো বলে৷
জানি তুমি ধূসর মরুভূমি
তারপরও আশায় থাকি
হয়তো ভুলেও কখনো
একটু বৃষ্টি নামাবে বলে৷
আমি জনম জনম চাতকপাখি
হয়ে থাকবো সেই
বৃষ্টিতে ভিজবো বলে!
হেটে চলি সেই পথে
স্বপ্নকে ছুয়ে দেখবো বলে৷
জানি তুমি ধূসর মরুভূমি
তারপরও আশায় থাকি
হয়তো ভুলেও কখনো
একটু বৃষ্টি নামাবে বলে৷
আমি জনম জনম চাতকপাখি
হয়ে থাকবো সেই
বৃষ্টিতে ভিজবো বলে!
No comments:
Post a Comment